ঈশ্বরগঞ্জে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Uno Ishwarganjময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিত্য পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তি দেয়ায় শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে অসাধু ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ৪৫ টাকা কেজি দরে তিন দিন আগেও পেঁয়াজ বিক্রি হলেও শুক্রবার ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। কৃত্রিমসংকট দেখিয়ে চালের বস্তাপ্রতি ২০০ টাকা বাড়ানো হয়।এসব অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় ঈশ্বরগঞ্জ পৌর বাজারে মো. হাসান মিয়াকে ১০ হাজার টাকা, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় আড়ৎ মালিক মাসুদ মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অভিযান শেষে আঠারবাড়ি রায়ের বাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ব্যবসায়ী লিটন দাসকে ১০ হাজার টাকা, আল আমিনকে ৩ হাজার টাকা, আবদুস ছাত্তারকে ১০ হাজার জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করে দ্রব্য মূল্যে দাম বাড়িয়ে দেয়ায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

Share this post

scroll to top