ঈশ্বরগঞ্জে নকল বিড়ি বিক্রি করায় জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নকল ব্যান্ডরোলযুক্ত আলম বিড়ি জব্দ করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। এসময় বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮৫হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। সেই সাথে জব্দকৃত বিড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়

জানা যায়, উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারে একটি গোডাউনে একদল অসাধু ব্যবসায়ী সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত আলম বিড়ি দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছে। এমন খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল অভিযান পরিচালনা করেন। এসময় ৩৪শ প্যাকেট ব্যান্ডরোলযুক্ত আলম বিড়ি জব্দ করা হয়। সেই সাথে বিক্রির দায়ে হাফিজুর রহমানকে (৫৮) আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৮৫হাজার টাকা অর্থদন্ড করা হয়।

Share this post

scroll to top