ঈশ্বরগঞ্জে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মাছিমপুর গ্রামের বাসিন্দারা। উপজেলার সরিষা ইউনিয়নের গ্রামবাসী নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে প্রায় ২ কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন। রাস্তা সংস্কারের এ উদ্যোগে মূল ভূমিকা নিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি মো: লিটন মিয়া । আজ বৃহস্পতিবার দুপুরে এলাকায় গিয়ে দেখা যায় লিটন মিয়ার নেতৃত্বে গ্রামবাসী রাস্তার সংস্কার কাজ করছেন।

জানা যায়, উপজেলার মাছিমপুর গ্রামের দীর্ঘ ২ কিলোমিটারের একটি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়ায় ওই রাস্তায় চলাচলকারী মাছিমপুর, এনায়েত নগর, খানপুর, লংগাইল, কুর্শিপাড়া,  বৈরাটিসহ ৬ টি গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। কয়েকদিন ধরে চলা বর্ষায় ওই রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়লে তা সংস্কারের উদ্যোগ নেন  লিটন মিয়া । তিনি প্রথমে ৩-৪ জন মানুষ নিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। তাদের কাজ দেখে উৎসাহিত হয়ে নিজেদের রাস্তা নিজেরাই সংস্কারের উদ্যোগে এগিয়ে আসেন গ্রামবাসীও।   সোহাগী হতে সুটিয়া বাজারে আসা ওই রাস্তাটি  কুর্শিপাড়া (নতুন বাজার) এলাকায় পাকা রাস্তার সাথে সংযোগ হয়েছে।  ওই এলাকার লোকজন যে দিকেই যান কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে যেতে হয়। এলাকার বহুসংখ্যক কৃষক তাদের কৃষিপণ্য নিয়ে পড়েন চরম বিপাকে। স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও এতোদিন এই রাস্তায় দুর্ভোগ নিয়ে যাতায়াত করেছে।

সরে যমীনে গিয়ে দেখা যায়, রাস্তাটির বেশ কিছু অংশ একেবারেই চলাচল অনুপযুক্ত ছিলো। রাস্তায় সৃষ্ট বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে বেশ কর্দমাক্ত হয়, ফলে রাস্তা দিয়ে ছোটবড় যেকোনো প্রকার যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। গ্রামবাসি এসব গর্তের কর্দমাযুক্ত মাটি সরিয়ে মাটি কেটে এবং দূর দুরান্ত হতে ট্রাকে করে ইট বালি এনে গর্ত  ভরাট করে কিছুটা হলেও চলাচল উপযুক্ত করে।

লিটন মিয়া বলেন, আমাদের গ্রামের এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে স্থানীয়  জনপ্রতিনিধি রাস্তাটির কোন উন্নয়ন কাজ করেনি। তাই রাস্তাটিতে স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে মেরামতের উদ্যোগ নিয়েছি। ওই রাস্তাটি দিয়ে এখানকার ৬টি গ্রামের মানুষ নিত্যদিন চলাচল করে। তাদের দুর্ভোগ দেখে সম্পূর্ণ সমানবিক দিক বিবেচনা করে আমরা রাস্তাটি একটু সচল করেছি। এই রাস্তাটি জরুরী ভিত্তিতে পাকা করণ আবশ্যক।

রাস্তা মেরামতের কাজে স্থানীয় সাবেক মেম্বার মো: মান্নান ফকির অংশগ্রহণ করলেও দেখা মিলেনি অত্র গ্রামেরই নির্বাচিত ইউপি মেম্বার রুহুল আমীনের।

Share this post

scroll to top