ইউনাইটেড হাসপাতাল থেকে উদ্ধারকৃত ৫ করোনা রোগীর মরদেহ অগ্নিদগ্ধ নয়: ফায়ার সার্ভিস

United-Hospitalরাজধানীর গুলশানে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস যে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে সেগুলো অগ্নিদগ্ধ নয়। ফলে তারা অগ্নিকাণ্ডের কারণেই নিহত হয়েছেন কিনা নিশ্চিত হতে পারছে না কর্তৃপক্ষ।

আজ বুধবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে। রাত ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় সেখানে থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহগুলোর ব্যাপারে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর সেখান থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে চারটি পুরুষের ও একটি নারীর। তবে মৃতদেহগুলো অগ্নিদগ্ধ নয়। ধারণা করা হচ্ছে মৃতদেহগুলো আগের, যা হাসপাতাল কম্পাউন্ডেই ছিল।

এসির কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলেও জানান তিনি। সূত্র : বণিক বার্তা

Share this post

scroll to top