ইউক্রেন যুদ্ধ পরিচালনায় রাশিয়ার নতুন কমান্ডার নিয়োগ

ইউক্রেনে নিজেদের কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনায় নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া৷ যিনি ইউক্রেনে চলমান সামরিক অভিযানের পুরো বিষয়টি দেখভাল করবেন। খবর আল জাজিরার।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এয়ার ফোর্স জেনারেল সের্গেই সুরোভিকিন সামরিক অভিযানের নেতৃত্ব দেবেন৷

এর মাধ্যমে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পুরনো কমান্ডারদের সরিয়ে দিয়ে ইউক্রেন যুদ্ধ পরিচালনায় তিনজন নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের বিরুদ্ধে অসংখ্য সাফল্য পেয়েছে৷ নিজেদের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে রুশ সেনাদের পুরোপুরি হটিয়ে দিয়েছে তারা৷ তাছাড়া দক্ষিণ দিকের অঞ্চল খেরসনের বড় একটি অঞ্চল থেকে রাশিয়ান সেনাদের পিছু হটাতে বাধ্য করেছে৷

এরপরই ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনাকারী সামরিক নেতৃবৃন্দের মধ্যে পরিবর্তন আনা শুরু করে রাশিয়া।

সূত্র: আল জাজিরা

Share this post

scroll to top