ইউক্রেন ছেড়েছে ময়মনসিংহের রাজীবসহ ২৮ নাবিক

ইউক্রেনে রকেট হামলার শিকার জাহাজ “বাংলার সমৃদ্ধিতে ” ময়মনসিংহের তরুণ ইঞ্জিনিয়ার মো. রুকনুজ্জামান রাজীবসহ ২৮ নাবিক এখন নিরাপদে রয়েছেন। রোববার সকালে তাদের সবাইকে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজেও তাদের নিরাপদে রোমানিয়ায় পৌঁছানোর খবর জানানো হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে ইউক্রেনের শেল্টার হাউস (বাঙ্কার) থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় নেওয়া হচ্ছে। রোমানিয়া থেকে আমরা যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব।

প্রসঙ্গত, গত বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে থাকার সময় গোলার আঘাতের শিকার হয় এমভি বাংলার সমৃদ্ধি। সেই আঘাতে জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।

এর পর জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় বাংলাদেশিদের সহায়তায় নাবিকদের জাহাজের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তারা প্রতিবেশী মলদোভা হয়ে রোমানিয়ায় প্রবেশ করেন।

Share this post

scroll to top