আয়া দিয়ে ডেলিভারি, নবজাতকের মাথা থেকে শরীর বিচ্ছিন্ন

আয়া দিয়ে ডেলিভারি করানোর সময় মায়ের পেট থেকে নবজাতকের মাথে থেকে শরীর বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূর হলেন বেনাপোলের গাজীপুরের বাসিন্দা আন্না। অভিযুক্ত আয়ার নাম মোমেনা খাতুন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় ডেলিভারির সময় গৃহবধূ আন্নার গর্ভের সন্তানের পা বের হয়ে আসলে আয়া মোমেনা বাচ্চার পা ধরে টানাটানি করে। এক পর্যায়ে বাচ্চাটির গলা থেকে নিচের অংশ ছিঁড়ে বেরিয়ে আসে। পেটের মধ্যে থেকে যায় বাচ্চার মাথা। এসময় আয়া মোমেনা পালিয়ে যায়। অন্য নার্সরা মুখ না খুলতে ভয়ভীতি দেখায় আন্নাকে। তবে এ ঘটনার পর তাকে কোন চিকিৎসক দেখতে যাননি।

এর আগে গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন গৃহবধূ আন্না। পরদিন শনিবার সকালে ওয়ার্ডের চিকিৎসক তানজিলা আখতার একবার দেখে যান। এরপর আর কেউ তাকে দেখতে যাননি। এদিকে, যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ ওই আয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

Share this post

scroll to top