আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ছাড়ালো

সুবিধাবঞ্চিত আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার কেন্দ্রের দেওয়া তথ্যমতে শুক্রবার পর্যন্ত মহাদেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৩৬। মৃতের সংখ্যা ৭ হাজার ৬৯৬। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৫০ জন। চিকিৎসাধীন রয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৯০ জন।

আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশের মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকা ও মিশরে। দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ৮৭ হাজার ৭১৫ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ৮৩১ জন। মিশরে আক্রান্ত হয়েছে ৫২ হাজার ২১১ জন, মারা গেছে ২ হাজার ১৭ জন।

নাইজেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৪৮০ জন, মৃত ৪৭৫। ঘানায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ২০৩ জন। মারা গেছে ৭০ জন। আলজেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫০৪ জন, মৃত ৮২৫ জন। ক্যামেরুনে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ১০ হাজার ৬৩৮ ও ২৮২।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে ৮৬ লাখ ৯৯ হাজার ৩৯৭ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ লাখ ৬০ হাজার ৬১২ জন। এ পর্যন্ত সেরে উঠেছে ৪৫ লাখ ৮৩ হাজার ৬৬৭ জন।

Share this post

scroll to top