আফগানিস্তানে তালেবান হামলায় ১৩ সেনা নিহত

আফগানিস্তানে সেনা ও পুলিশের যৌথ চেকপোস্টে হামলা চালিয়েছে তালেবান সদস্যরা। সোমবার সকালে পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীতে চালানো এ হামলায় আফগান সামরিক বাহিনী ও পুলিশের অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার সেনাসদস্য। তিন ঘণ্টার লড়াইয়ে ছয় তালেবান সদস্যও নিহত হয়।

হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন গজনীর প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আরিফ নূরী। এক বিবৃতিতে তালেবানের পক্ষ থেকেও হামলার দায় স্বীকার করা হয়েছে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জানান, সোমবারের হামলায় নিহতদের মধ্যে সাতজন সেনাসদস্য এবং ছয়জন পুলিশ সদস্য রয়েছেন।

সরকারি বাহিনীর হামলায় ১০ তালেবান সদস্য আহত হয়েছে বলেও জানান আরিফ নূরী।

উল্লেখ্য, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে গজনী একমাত্র প্রদেশ যেখানে নিরাপত্তাজনিত কারণে গত অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top