আফগানিস্তানে জানাজায় বোমা হামলা, নিহত ৫০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগারহার প্রদেশে জানাজা অনুষ্ঠানে হওয়া এক আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এক পুলিশ কমান্ডারের জানাজায় ওই বোমা হামলায় আরো ৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আফগান প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার দুপুরে দাফন অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে আত্মঘাতী কোনো হামলাকারী এ বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। কে বা কারা এ হামলা চালিয়েছে, তা নিশ্চিত জানা যায়নি। তবে বোমা হামলার দায় স্বীকার করেনি তালেবান বা আইএস।

জালালাবাদের সরকারি হাসপাতালের মুখপাত্র জাহের আদেল বলেছেন, বিস্ফোরণস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৫০ জনেরও বেশি চিকিৎসাধীন আছেন।

নানগারহার প্রদেশ গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, ওই দাফন অনুষ্ঠানে গিয়ে বোমা হামলার শিকার হয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, সোমবার হার্ট অ্যাটাকে মারা যান স্থানীয় এক পুলিশ কমান্ডার শায়খ আকরাম। তার জানাজা ও দাফনে জড়ো হওয়া শতাধিক মানুষ বোমা হামলার স্বীকার হয়েছে।

আফগান সংসদ সদস্য হযরত আলী নামে এক এমপি জানাজায় উপস্থিত ছিলেন। ওই তিনি হামলায় আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।

এ দিকে এ হামলার দায় স্বীকার করেনি তালেবান গোষ্ঠী। পাকিস্তানের সীমান্তবর্তী হওয়ায় এ অঞ্চলে তালেবানের পাশাপাশি আইএস জঙ্গি গোষ্ঠীও সক্রিয় রয়েছে।

উল্লেখ্য, রাজধানী কাবুলে গত মার্চের শেষদিকে একটি শিখ মন্দিরে বোমা হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করে আইএস।

সূত্র : আল জাজিরা

Share this post

scroll to top