আটকের পরেই সু চি’র দলীয় নেতার মৃত্যু

সু চি’র দল- এনএলডি’র নেতা খিন মং লাত মিয়ানমারে কারা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। জান্তাবিরোধী বিক্ষোভের সময় শনিবার (৬ মার্চ)  রাতে তিনি  আটক হন। আটকের দিন রাতেই মৃত্যুবরণ করেন ৫৮ বছর বয়সী খিন মং।

খিন মং ইয়াঙ্গুনের স্থানীয় চেয়ারম্যান ছিলেন। তার সহযোগী খিন স্যান জানান, ‘সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়েছে। কারাগার থেকে যে ছবি পাওয়া গেছে তাতে মাথার পেছনে ও পিঠে গভীর আঘাতের চিহ্ন স্পষ্ট। পরিবারের অভিযোগ, নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে।’

অন্যদিকে চিকিৎসকরা বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এনএলডি’র নেতাদের দাবি, কারাগারে নিপীড়নের কারণেই এ মৃত্যু। তবে এ ব্যাপারে সেনাবাহিনীর কোন মন্তব্য  প্রকাশ করেনি।

Share this post

scroll to top