আজ পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

মহামারি করোনাভাইরাসের কারণে টানা সাত মাস বন্ধ থাকার পর আজ রোববার (০১ নভেম্বর) থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দ্বার উন্মুক্ত হচ্ছে পর্যটকদের জন্য। তবে বন বিভাগের বিভিন্ন শর্ত মেনে সুন্দরবনে প্রবেশ করতে হবে পর্যটকদের।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বনবিভাগ। করোনা পরিস্থিতিতে সুন্দরবনে প্রবেশের জন্য পর্যটকদের বিশেষ নির্দেশনা রয়েছে। কোন একটি জাহাজে ৫০ জনের বেশি পর্যটকদের সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। প্রবেশের আগে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্যও বন বিভাগের চেষ্টা থাকবে বলে উল্লেখ করেন তিনি।

শর্তসমূহ মেনে পর্যটকরা আসা শুরু করলে দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরবে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পে।

Share this post

scroll to top