আওয়ামী লীগ সরকার দেশের গণমানুষের উন্নয়নের সরকার: মন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার এ দেশের গণমানুষের উন্নয়নের সরকার। এ সরকার সাধারণ মানুষের জন্য কাজ করে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শেখ মুজিব এ দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর শেখ হাসিনা উন্নয়ন করে যাচ্ছেন।’

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে রিপোর্টার্স ইউনিটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার বিকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জ সারা দেশের সাথে যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসবে। সুনামগঞ্জের সাথে নেত্রকোনা হয়ে সড়ক পথে যাওয়ার জন্য উড়াল সেতু নির্মাণ করা হবে। শিগগিরই দিরাই-শাল্লা-আজমিরিগঞ্জ মহাসড়কের কাজ শুরু হবে এবং কুশিয়ারা নদীতে নির্মিত সেতুর কাজও শেষ হবে।’

প্রধানমন্ত্রী হাওর অঞ্চলের মানুষের প্রতি আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর টেবিলে হাওরের অসহায় মানুষের কথা তুলে ধরি। আমি নিজ চোখে দেখেছি চৈত্র মাসে কীভাবে মানুষ অনাহারে থাকে এবং এক কলস পানির জন্য তাদের মাইলের পর মাইল হাঁটতে হয়। অনেকে নদীর পানি পান করে কলেরায় আক্রান্ত হত। আমি এসব থেকে উত্তরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ড. জয়া সেন গুপ্তা, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুর রহমান মিসবাহ ও শামিমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top