আইনজীবী নেতা সানাউল্লাহ মিয়া মারা গেছেন

সানাউল্লাহ মিয়াবাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহে….রাজিউন)। শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টা ১০ মিনিটের দিকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান। জানা যায় তিনি গত ২৫ ডিসেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

দীর্ঘদিন আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত সানাউল্লাহ মিয়া। এক এগারো সরকারের সময় দলীয় নেত্রীর মামলা পরিচালনা করে সবার নজরে আসেন। তবে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাননি। এর কিছুদিন পরই স্ট্রোক করে অসুস্থ হন তিনি।

সানাউল্লাহ মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম যুগ্ম-আহবায়ক ছিলেন। তিনি ৩৩ বছর ধরে আইনপেশায় যুক্ত ছিলেন।

Share this post

scroll to top