অবহেলিত জামালপুর এখন আধুনিক-সমৃদ্ধ জেলা: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘মির্জা আজমের বলিষ্ঠ নেতৃত্ব ও নিরন্তর প্রচেষ্টার ফলে এক সময়ের অবহেলিত জামালপুর এখন সমৃদ্ধ ও উন্নত জেলায় পরিণত হয়েছে।’

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘সমৃদ্ধ জামালপুর ও মির্জা আজম’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময়ে জামালপুরে দুটি বাইপাস, শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিক‌্যাল কলেজ ও হাসপাতাল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শেখ হাসিনা নকশি পল্লী, হার্ট ফাউন্ডেশন, ডায়াবেটিক হাসপাতালসহ অনেক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যার প্রতিটি ক্ষেত্রে রয়েছে মির্চা আজমের হাতের ছোঁয়া।’

সাংবাদিক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব‌্য রাখেন, শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, ঢাকাস্থ জামালপুর জেলা সমিতির মহাসচিব শফিক আহমেদ, ঢাকাস্থ মাদারগঞ্জ সমিতির মহাসচিব অ‌্যাডভোকেট জুলফিকার আলী বাবুল প্রমুখ।

Share this post

scroll to top