অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালো চীন

অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য জো বাইডেনকে অভিনন্দন জানালো চীন। নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহ পর শুক্রবার এক বার্তায় বেইজিং বলেছে, তারা ‘আমেরিকান জনগণের পছন্দকে’ শ্রদ্ধা জানায়।

সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক প্রায় তিক্ততার পর্যায়ে চলে গেছে। চার দশক আগে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থাপনের পর এতোটা শীতল সম্পর্ক কখনোই ছিল না।

নির্বাচনী প্রচারণার সময় বাইডেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একজন ‘ঠগ’ বলে আখ্যায়িত করেছিলেন। এছাড়া শিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের ওপর বেইজিংয়ের নিপীড়নকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছিলেন। বাইডেনের বিজয়ের পরও তাকে অভিনন্দন না জানানোর কারণ হিসেবে চীন বলেছিল, ‘বাইডেন নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন বলে তাদের নজরে এসেছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার অপেক্ষায় আছে তারা।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা আমেরিকার জনগণের পছন্দকে শ্রদ্ধা করি। আমরা বাইডেন ও কমলা হ্যারিসকে আমাদের অভিনন্দন জানাচ্ছি।’

Share this post

Comments are closed.

scroll to top