অনিয়ম দুর্নীতি প্রতিরোধে চালু হলো ময়মনসিংহ জেলা প্রশাসনের ‘মোবাইল অ্যাপস’

মোবাইল অ্যাপস ‘ইন্সপেকশন টুল’অনিয়ম দুর্নীতি প্রতিরোধে ভিন্নরকম এক উদ্যোগ গ্রহণ করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। ‘ইন্সপেকশন টুল’ নামীয় মোবাইল অ্যাপস তৈরির মাধ্যমে সহজে সরাসরি জেলা প্রশাসনে জেলার যেকেউ সহজেই অভিযোগ জানাতে পারছে।

করোনা পরিস্থিতিতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা কার্যক্রমের এই সময়ে গণমাধ্যমে প্রায়ই শিরোনাম হয়, ১০ টাকা কেজি দরের চাল কার্যক্রমের অনিয়ম, দুর্নীতির খবর। সেখানে এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই সাধারণ মানুষ দেখতে পাচ্ছে তার এলাকার উপকারভোগীদের তালিকা। অনিয়ম দেখলে নাম পরিচয় গোপন করে দেয়া যাচ্ছে অভিযোগও।

উপকারভোগীদের নাম সাধারণ মানুষের হাতে চলে যাওয়ায় আরও সতর্ক হচ্ছেন তালিকা তৈরির সাথে জড়িতরা। তারা বলছেন, অ্যাপসের কারণে গোপন থাকছেনা কিছুই। তাই তালিকা তৈরিতে সতর্ক তারা।

এই পদ্ধতির উদ্যোক্তা ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, একইসাথে অ্যাপসে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তদন্ত করে তাদের নাম কেটে নতুন নাম সংযোজন করা হচ্ছে। এতে সুযোগ পাচ্ছে বঞ্চিত হতদরিদ্ররা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা সব কার্যক্রমে এই অ্যাপস ব্যবহার করা হবে।

Share this post

scroll to top