অনলাইনে ভালুকার ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরু

Bhaluka-Valuka-ভালুকাকরোনার প্রভাবে বন্ধ থাকা শিক্ষার্থীদের ক্ষতিপূরণে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফেসবুকভিত্তিক অনলাইন ক্লাস চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মাধ্যমিক স্তরের ১৪টি প্রতিষ্ঠানের ক্লাসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল।

উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের আয়োজনে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান চৌধুরী, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মানিক,ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান খন্দকার মোস্তাক আহম্মেদ, আইসিটি শিক্ষক ফোরামের সভাপতি রনি মোহাম্মদ খসরুসহ অনেকে।

পরে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ফেসবুকভিত্তিক অনলাইন ক্লাস অনুষ্ঠিত হয়। প্রথম দিনের উদ্বোধনী পর্বে ৮ম শ্রেণিরর আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের উপর ক্লাস নেন ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুখছেদুল ইসলাম। ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ফেসবুক আইডি থেকে একযোগে লাইভ প্রচার করা হয়।

ফেসবুক লাইভের মাধ্যমে প্রতিদিন ক্লাসর কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

Share this post

scroll to top