অধস্তন আদালতের বিচারকসহ সবাইকে করোনার টিকা নিতে নির্দেশ

করোনা মহামারি প্রতিরোধে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর বিচারক ও কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে টিকা (ভ্যাকসিন) গ্রহণের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শুক্রবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা এখনও কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেননি, তাদেরকে নিবন্ধন সম্পন্ন করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

‘বাংলাদেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ, মহানগর এলাকার মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অধীনস্থ বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীদের এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারক তার এবং তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ টিকাদান কার্ডের কপি সংগ্রহপূর্বক ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী সংযুক্ত ছক অনুযায়ী আগামী ১২ আগস্টের মধ্যে সফটকপি এবং হার্ডকপি অত্র কোর্টের রেজিষ্ট্রার, হাইকোর্ট বিভাগের নিকট প্রেরণ করতেও বিজ্ঞপ্তিতে নির্দেশণা দেওয়া হয়েছে।

Share this post

scroll to top