বৃষ্টির পানিতে মাটি সরে যাওয়ায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ থাকার ৬ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার দুপুর ৩টার দিকে লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার ভোরে কিশোরগঞ্জের মানিকখালি ও হালিমপুরের মধ্যবর্তী লাইন ভেঙে যায়।
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে জেলার মানিকখালি ও হালিমপুরের মধ্যবর্তী লাইন ভেঙে কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টিতে রেল লাইনের মাটি সরে যাওয়া মূল লাইন ভেঙে যায়। লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী সরারচর স্টেশন আটকা পড়া ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। অপর দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসা নাসিরাবাদ এক্সপ্রেস মানিকখালী স্টেশন আটকা পড়া ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।