1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বললেন কাদের সিদ্দিকী
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন

৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বললেন কাদের সিদ্দিকী

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তিনি দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি সবাইকে নিয়ে একটি সার্বিক ঐক্য চান। তিনি বলেন, সার্বিক ঐক্যের মধ্যে বি চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে তিনি এক মঞ্চে থাকবেন।
বুধবার মতিঝিলস্থ তার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীর সংলাপ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এটি দেশের জন্য একটি মাইলফলক। বঙ্গবন্ধুর কন্যা বলেইা তিনি এ ধরনের সিদ্ধান্ত নিতে পেরেছেন।

তবে তার রাজনৈতিক অবস্থান জানাতে তিনি আগামী ৩ নভেম্বর পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলেন। তিনি সেদিন তার রাজনৈতিক অবস্থান জানাতে জেল হত্যা দিবসের আলাচনা সভার আয়োজন করেছেন বলে জানান। সেখানে প্রধান অতিথি থাকবেন ড. কামাল হোসেন। তিনি আভাস দেন, এই আলোচনা সভায় বি চৌধুরীকেও নিয়ে আসবেন।

তিনি আরো জানান, আজ রাতে ডা. কামাল হোসেনকে তিনি নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। এতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক