১ ম্যাচে ২ রেকর্ড

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে শুক্রবার পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন জয়ের ম্যাচে দুটি রেকর্ডও গড়েছে প্রোটিয়ারা। প্রথমটি হলো, টি-২০ ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অপরটি হলো, এই ফরম্যাটে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

গতরাতে কেপ টাউনে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রান করে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ প্রোটিয়াদের। পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৭০ রান। ২০১৩ সালে এই কেপ টাউনেই ওই স্কোরটি করেছিল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা ইনিংসের দ্বিতীয় উইকেটে ৭৩ বল মোকাবেলা করে ১৩১ রান জড়ো করেন হেনড্রিকস ও ডু-প্লেসিস। দ্বিতীয় উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি প্রোটিয়াদের। দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার আগের রেকর্ডটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৯ রান করেছিলেন কুইন্ট ডি কক ও রিলি রুশো। তবে দক্ষিণ আফ্রিকার টি-২০ ইতিহাসে ১৩১ রান চতুর্থ সর্বোচ্চ জুটি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top