ঢাকাSaturday , 2 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

১ ম্যাচে ২ রেকর্ড

Link Copied!

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে শুক্রবার পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন জয়ের ম্যাচে দুটি রেকর্ডও গড়েছে প্রোটিয়ারা। প্রথমটি হলো, টি-২০ ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অপরটি হলো, এই ফরম্যাটে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

গতরাতে কেপ টাউনে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রান করে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ প্রোটিয়াদের। পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৭০ রান। ২০১৩ সালে এই কেপ টাউনেই ওই স্কোরটি করেছিল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা ইনিংসের দ্বিতীয় উইকেটে ৭৩ বল মোকাবেলা করে ১৩১ রান জড়ো করেন হেনড্রিকস ও ডু-প্লেসিস। দ্বিতীয় উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি প্রোটিয়াদের। দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার আগের রেকর্ডটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৯ রান করেছিলেন কুইন্ট ডি কক ও রিলি রুশো। তবে দক্ষিণ আফ্রিকার টি-২০ ইতিহাসে ১৩১ রান চতুর্থ সর্বোচ্চ জুটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।