1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
হালুয়াঘাটে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ অপরাহ্ন

হালুয়াঘাটে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
মৃত্যু

গাছ কাঁটায় বাধা দেওয়ায় ভাতিজার হাতে চাচীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের মহাজনীকান্দা গ্রামে।

জানা যায়, বৃহষ্পতিবার সকালে মহাজনী কান্দা গ্রামের আব্দুল ছমেদ এর পুত্র আকিকুল ইসলাম গাছ কাটতে গেলে তার চাচী রুস্তম মিয়ার স্ত্রী মনোয়ারা (৪০) বাধা প্রদান করে। পরে আকিকুল ক্ষিপ্ত হয়ে  দিয়ে মাথায় সজোরে আঘাত করে চাচীকে মারাত্মক আহত করে।

এসময় আকিকুল কে বাধা দিতে গিয়ে একই গ্রামের আব্দুল মোত্তালিব এর পুত্র আব্দুল সোবহান সহ প্রায় কয়েকজন মারাত্মক আহত হয়। তারা হালুয়াঘাট হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা বাড়িতে ফিরে গেছে ।

ইউপি সদস্য নূরুল ইসলাম জানায়, সকালে নিহত মনোয়ার বেগমের বাড়ী থেকে তার ভাতিজা আকিকুল ইসলাম গাছ কাটতে গেলে মনোয়ারা বেগম বাধা প্রদান করলে আকিকুল ক্ষিপ্ত হয়ে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে।

স্থানীয়দের সহযোগিতায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার নাদিয়া আকরাম মিস্টি তাহার মৃত্যু নিশ্চিত করেন।

হালুয়াঘাট থানা সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান খান। লাশটি ময়মনসিংহ মর্গে রয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্য নূরুল ইসলাম।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক