1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
স্থির মুশফিক, দুরন্ত মুমিনুল
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন

স্থির মুশফিক, দুরন্ত মুমিনুল

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
Bangladesh's Mushfiqur Rahim, right, and teammate Mominul Haque celebrate a boundary shot during the first day of their first test cricket match against Sri Lanka in Chittagong, Bangladesh, Wednesday, Jan. 31, 2018. (AP Photo/A.M. Ahad)

দলের দুঃসময়ে হাল ধরেছিলেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মুমিনুল হক। এ জুটির বোঝাপড়ায় দলে রানের চাকা সচল। ইতোমধ্যে অর্ধশত রানের পার্টনারশিপ গড়েছে তারা।

শান্ত-স্থিরভাবে ব্যাট চালাচ্ছেন মুশফিক। তার সংগ্রহ ৬০ বলে এক বাউন্ডারিতে ২২ রান। আর সুযোগ বুঝে হাতখুলে পেটাচ্ছেন মুমিনুল। ৭৬ বলে ৬টি বাউন্ডারিতে ৩৫ রান তুলেছেন তিনি।

বাংলাদেশের সংগ্রহ এখন ৩ উইকেটে ৭৭ রান।

এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ২৬ রানেই তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

আজ বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ ও নাজমুল ইসলাম বাদ পড়েছেন। তাদের স্থানে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিথুন, খালেদ আহমদ ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ দল : লিটন দাস, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্রেন্ডন টেইলর, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ব্রেন্ডন মাভুতা, ডোনাল্ড ত্রিরিপানু, কাইল জারভিস ও তেন্ডাই চাতারা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক