1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
স্ত্রীর যৌতুকের মামলায় দিল্লিতে নিযুক্ত পররাষ্ট্র কর্মকর্তা কারাগারে
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন

স্ত্রীর যৌতুকের মামলায় দিল্লিতে নিযুক্ত পররাষ্ট্র কর্মকর্তা কারাগারে

ময়মনসিংহ লাইভ ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
আব্দুল ওয়াদুদ আকন

মাদারীপুরে স্ত্রীর করা যৌতুক মামলায় মো. আব্দুল ওয়াদুদ আকন (৩৭) নামে পররাষ্ট্র ক্যাডার ও ভারতের কূটনৈতিক অফিসের এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ আকন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তারাটি পশ্চিম চরপাড়া গ্রামের বাসিন্দা। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কাউন্সিলর (রাজনৈতিক ১) হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে মাদারীপুর আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজিদ উল হাসান চৌধুরী এ আদেশ দেন।

মাদারীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বলেন, ২০২২ সালে ৭ অক্টোবর ৪০ লাখ টাকা ও ঢাকার আফতাব নগরে পাঁচ কাঠা জমির প্লট যৌতুক দাবির অভিযোগ এনে আসামির বিরুদ্ধে তাঁর স্ত্রী জারিন রাফা নীলান্তি আদালতে মামলা করেন। এই মামলায় আজ তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১৭ এপ্রিল মামলার বাদী জারিন রাফা নীলান্তির (২৬) সঙ্গে মো. আব্দুল ওয়াদুদ আকনের (৩৭) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান আছে। ২০২২ সালে ৭ অক্টোবর বাদীর মাদারীপুরের এক আত্মীয়ের বাসায় আসামি স্ত্রীর কাছে ৪০ লাখ টাকা ও আফতাব নগরে পাঁচ কাঠা জমির প্লট যৌতুক দাবি করেন।

এ বিষয়ে বাদী জারিন রাফা নীলান্তির মোবাইলে কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক