সেন্ট মার্টিনে আটকে পড়েছেন তিনশ’ পর্যটক

সেন্ট মার্টিনে বেড়াতে এসে আনুমানিক তিনশ’ পর্যটক আটকে পড়ছেন। রবিবার (১৭ অক্টোবর) বৈরী আবহাওয়ার কারণে তারা ফিরতে পারেননি তারা।

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আহমেদ বলেন, ‘আটকে পড়া পর্যটকরা নিরাপদে রয়েছেন। বৈরী আবহাওয়া শুরু হলে বিকাল থেকে কোনও ট্রলার ছাড়তে পারেনি। এতে দ্বীপে বেড়াতে আসা প্রায় কয়েক শ’ পর্যটক আটকে পড়েন। তাদের প্রতিনিয়ত খোঁজখবর রাখছি এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

দ্বীপের বাসিন্দা মো. জয়নাল বলেন, ‘দ্বীপে আটকে পড়া পর্যটকরা নিরাপদে আছেন। তবে তাদের অনেকে আর্থিক সংকটে আছেন।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধরী বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে পর্যটকরা ফিরতে পারেননি। অবস্থা স্বাভাবিক হলে তারা ফিরে যাবেন। তাদের যাতে অসুবিধা না হয় সেজন্য সেখানকার জনপ্রতিনিধিসহ সবাই খোঁজ রাখছেন।’

Share this post

scroll to top