সাপের কামড়ে সাপুরের মৃত্যু, গুরুতর আহত স্ত্রী

সাতক্ষীরায় বিষধর সাপের কামড়ে সাপুরে একলু মিয়া (৩৫) মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী আলিনা খাতুন ও সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে সাতক্ষীরা আলিপুর নতুন বাজার এলাকায় এঘটনাটি ঘটে। একলু মিয়া ও তার স্ত্রী আলিনা খাতুন যশোর জেলার কালিগঞ্জ উপজেলার বারোজার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, একলু মিয়া ও তার স্ত্রী আলিনা খাতুন আলিপুর নতুন বাজার এলাকায় তাবু টাঙ্গিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছিল। গভীর রাতে তাদের দুইজনকে বিষধর সাপে কামড়ায়। রাতে স্থানীয় ওজা ডেকে ঝাড় ফু করছিল। অবস্থার অবনতি হওয়ায় ভোরে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করা হয়। ভর্তি করার কিছু সময় পর একলু মিয় মৃত্যুর কোলে ঢোলে পড়ে। তার স্ত্রী অচেতন অবস্থায় সদর হাসপাতলে চিকিসাধীন রয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন ডা: আসাদুজ্জামান বলেন. বিষধর সাপের কামড়ে বেদে একলু মিয়ার মৃত্যু হয়েছে। তার স্ত্রীও হাসপাতলে ভর্তি আছে। স্ত্রীর চিকিৎসা চলছে। তবে তার অবস্থা ভালো না বলে তিনি জানান।

Share this post

scroll to top