সাক্ষাৎকার দিয়ে প্রকাশ না করার আহ্বান সিসির

যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিবিএসকে সাক্ষাৎকার দিয়ে পরে তা প্রচার করতে আপত্তি জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। কারণ সাক্ষাৎকারে এমন কিছু কথা তিনি বলেছেন, যা পরে তার ও তার প্রশাসনের কাছে আপত্তিকর মনে হয়েছে। কিন্তু সাক্ষাৎকারে কি এমন কথা বলেছিলেন সিসি?

জানা গেছে, মিসরে ‘রাজনৈতিক কারণে কাউকে আটক রাখা হয়নি’ ও ‘ইসরাইলের সাথে সিসির নিজের বা মিসরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে’, এরকম কথাই সাক্ষাৎকারে বলেছিলেন সিসি। সাক্ষাৎকার দেয়ার সময় এসব কথা বললেও পরে সাক্ষাৎকারটি প্রচার না করতে সিবিএসের সাথে যোগাযোগ করে সিসির প্রশাসন।

অন্যদিকে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিসির অনুরোধের পর সাক্ষাৎকার প্রচার বন্ধ করা তো দূরের কথা, সিবিএস টেলিভিশন চ্যানেল বরং সাক্ষাৎকারের নির্দিষ্ট কিছু অংশ বিশেষ অনুষ্ঠান হিসেবে প্রচার করতে যাচ্ছে।

টেলিভিশন চ্যানেল সিবিএসের একটি অনুষ্ঠানের নাম ‘সিক্সটি মিনিটস।’ সেই অনুষ্ঠানের জন্য মিসরের প্রেসিডেন্ট সিসির সাক্ষাৎকার নিয়েছিলেন স্কট পেলি। তাকে সিসি বলেছিলেন, ‘মিসরে কোনও রাজবন্দি নেই। আমরা উগ্রবাদীদের বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করছি, যারা মানুষের ওপর তাদের মতামত চাপিয়ে দিতে চায়। তাদেরকে এখন বিচারের প্রক্রিয়ায় রাখা হয়েছে। বিচার শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। কিন্তু বিচার আইনানুগভাবেই হবে।’

মিসরের প্রেসিডেন্ট স্বীকার করেছেন, দেশটির সেনাবাহিনীর সাথে ইসরাইলের গভীর সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। সিনাই উপদ্বীপে সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে চলা যুদ্ধে ইসরাইলের সাথে কাজ করছে মিসরের সেনাবাহিনী। তার ভাষ্য,‘এটা ঠিক যে ইসরায়েলের সাথে আমাদের বহু বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।’

এদিকে সিবিএসের পক্ষ থেকে জানানো হয়,‘মিসরের রাষ্ট্রদূত টেলিভিশন চ্যানেলটির সাথে যোগাযোগ করে ওই সাক্ষাৎকারটি প্রচার করতে নিষেধ করেছেন।’ আপত্তি জানানোর পরে সিবিএস নতুন সিদ্ধান্ত নিয়েছে। সাক্ষাৎকারের নির্দিষ্ট কিছু অংশ নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে তারা। বিশেষ অনুষ্ঠানটির বিষয়ে সিবিএসের মন্তব্য, এটা হচ্ছে ‘সেই সাক্ষাৎকার, যা মিসরের সরকার টেলিভিশনে প্রচার করতে দিতে চায় না।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top