1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে : খাদ্যমন্ত্রী
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন

সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে : খাদ্যমন্ত্রী

ময়মনসিংহ লাইভ ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে। এ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না।

বুধবার রাজধানীর আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম আকস্মিক পরিদর্শনে এসে উপস্থিত ভোক্তা সাধারণের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএস খাদ্য বান্ধব কর্মসূচি আগে চালু ছিল না। কিন্তু এখন ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে সরকার এ সময়ে চালু রেখেছে। প্রয়োজনে সারা বছর স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই। দেশের মানুষ এখন আর কষ্টে নেই।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক