1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচী শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন

সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচী শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে নতুন বাজেট ও হিসাব রক্ষণ শ্রেণিবিন্যাস পদ্ধতিতে সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচী শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের যৌথ আয়োজনে ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের অংশগ্রহনে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান । অর্থ বিভাগের যুগ্ন সচিব মোঃ মানজারুল মান্নানের সভাপতিত্তে¡ বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। কর্মশালায় বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অথিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান বলেন, আর্থিক শৃক্সখলা উন্নয়নের পূর্বশর্ত। প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রত্যেকেই রিসোর্স পার্সন। কিন্তু সুনির্দিষ্ট বিষয়াবলি সকলের সাথে শেয়ারের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনার নানা অনুষঙ্গ সম্পর্কে যথাযথ দক্ষতা অর্জন সম্ভব। তাই এই প্রশিক্ষণ আয়োজন প্রয়োজন ছিল। প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে প্রত্যেকের ভেতর প্রতিযোগিতা থাকলে আর্থিক ব্যবস্থাপনার কৌশলগত বিষয়গুলো স্বচ্ছ হওয়া যাবে।

বিশেষ অথিতিসহ অন্যান্য বক্তারা বলেন, সরকারি আয় ও ব্যয়ের অধিকতর জবাব দিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণি-বিন্যাস পদ্ধতি চালু করা হয়েছে। এ পদ্ধতির উপর ভিত্তি করে ২০১৮-১৯ অর্থ বছরে বাজেট প্রণয়ন করায় বাজেট বাস্তবায়ন ও হিসাবরক্ষণ কার্য্যক্রম সুষ্ঠুভাবে সমাধানের জন্য নতুন শ্রেণিবিন্যাস পদ্ধতি সম্পর্কে ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের অবহিত করা অপরিহার্য হয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় আজকের ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়ে দেশব্যাপী সরজমিনে ট্রেনিং এর আয়োজন করা হয়েছে। মাঠ পর্যায়ের সমস্যাগুলি অর্থবিভাগের মাষ্টার ট্রেইনার ও প্রশিক্ষকদের মাধ্যমে সমাধান করার লক্ষে প্রচেষ্টা অব্যাহত থাকবে। নতুন বাজেট ও হিসাবরক্ষণশ্রেণিবিন্যাস পদ্ধতির উপর প্রশিক্ষণ কোর্সটি সম্পুর্ণ ইন্টারনেট ও কম্পিউটার ভিত্তিক। পর্দার আড়ালে সরকারি দপ্তরসমূহে ইন্টারনেটের মাধ্যমে বিরাজমান সমস্যাগুলি সমাধান করার লক্ষ্যে এই প্রশিক্ষণ এর আয়োজন। উল্লেখ্য, দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী পর্ব ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ পর্বটি জেলা হিসাব রক্ষণ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক