সংসদ বর্জন করলে বিএনপি আবারো ভুল করবে : ওবায়দুল কাদের

সংসদে থেকেও বিএনপি আন্দোলন করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সংসদ বর্জনের রাজনীতি আঁকড়ে থাকলে দলটি আবারো ভুল করবে।

আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণের পরও একগুঁয়েমি ছেড়ে সংসদে না এলে দলটির জন্য ভালো হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘ভুল করতে করতে নেতিবাচক রাজনীতির ধারায় বিএনপি এখন অনেকটা খাদের কিনারায় এসে পৌঁছে গেছে। খাদের কিনারায় এসে তারা যদি আবারো সেই নেতিবাচক ধারাকে আঁকড়ে ধরে রাখে, তাহলে তারা অন্ধকার, গভীর খাদেই পতিত হবে। এটাই বাস্তবতা।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ডাকসু নির্বাচনের ভোটাভুটি সব সময়ে হলে হয়েছে। এবার কেন তার ব্যতিক্রম হবে, সে প্রশ্ন তোলেন তিনি।

এসময় বিএনপির পুনর্নির্বাচনের দাবি আবারো নাকচ করে কাদের বলেন, আরেকটি জাতীয় নির্বাচন পেতে বিএনপিকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top