1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
শেরপুর জেলাকে হারিয়ে গাজীপুরের দুর্দান্ত জয়
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন

শেরপুর জেলাকে হারিয়ে গাজীপুরের দুর্দান্ত জয়

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
Samakal Sports News

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ময়মনসিংহে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্ণামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে গাজীপুর জেলা।

সোমবার ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত খেলায় ৫১ রানের বিশাল ব্যবধানে শেরপুর জেলাকে হারায় গাজীপুর জেলা। সকাল ৯টায় গাজীপুর জেলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন জয় টসে জয় লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ৩৩ ওভারে ১০ উইকেট হারিয়ে নাজমুল হোসেন জয় ২০, সোয়াইব হোসেন সারজিত ১৬ ও মীসাম আহমেদের ব্যক্তিগত ১৩ রানে দলের সংগ্রহ দাঁড়ায় ১২৫। গাজীপুর দলের নূরুজ্জামানের ৪ উইকেট, আহনাফ ইসলামের ও সোয়াইব হোসেন জয়ের ৪ উইকেট শিকারে বিধ্বস্ত হয়ে পড়ে শেরপুর দল। সব উইকেট হারিয়ে শেরপুর দলের সংগ্রহ দাঁড়ায় ৭৪ রানে। গাজীপুর জেলা কোচ আনোয়ার হোসেন জাহিদ বলেন, আগামী বৃহস্পতিবার সকালে একই মাঠে নেত্রকোণা জেলার মুখোমুখি হবে গাজীপুর জেলা অনুর্ধ্ব ১৬ টিম। এ খেলাতেও দলটি ভালো করবে বলে আশা করছি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক