শেরপুরের সদরে চাঞ্চল্যকর স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামীকে গাজীপুর হতে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) এবং র্যাব-১, (সিপিএসসি) পোড়াবাড়ী, গাজীপুর ক্যাম্পের আভিযানিক দল অভিযুক্ত বিপুল মিয়াকে (২২) গ্রেপ্তার করে। বিপুল মিয়া (২২) শেরপুর সদরের রঘুনাথপুরের ইয়ারচরের মোঃ দুদু মিয়ার ছেলে।
র্যাব-১৪, (সিপিসি-১)জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার আশিক উজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, নাবালিকা স্কুল ছাত্রী স্কুলে যাতায়াতের পথে বিপুল বখাটেপনা ও নানান রকমের অশ্লীল কথাবার্তা বলত। এবং কুপ্রস্তাব দেয়। গত ২৮ জুলাই ধর্ষন চেষ্টা করলে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ বিপুলকে গ্রেপ্তার করে।
এদিকে গত ০৮ আগস্ট জামিনে মুক্তি পায় সেই বিপুল। জামিনে বের হয়েই ক্ষিপ্ত হয়ে যায় বিপুল। গত ১৯ আগস্ট স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাহিরে যায়। আগে থেকেই উৎ পেতে থাকা বিপুল ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে ফাঁকা জায়গায় জোর পূর্বক ধর্ষণ করে।
পরে স্কুলছাত্রীর ডাকচিৎকারে স্বজন ও স্থানীয়রা আসলে পালিয়ে যায় বিপুল। এ ঘটনায় ১৯ আগস্ট স্কুলছাত্রীর বাবা সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামী গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র্যাব-১, (সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর) এবং র্যাব-১৪, (সিপিসি-১)জামালপুরের আভিযানিক দল ২৪ আগস্ট রাতে গাজীপুরের চাপুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল মিয়াকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪, (সিপিসি-১)জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার আশিক উজ্জামান জানান, মামলা মোতাবেক গ্রেফতারকৃত আসামীকে শেরপুর সদর থানায় হস্থান্তর করা হয়েছে। এমন অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।