1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
শেরপুরে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় জরিমানা
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৫১ পূর্বাহ্ন

শেরপুরে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
শেরপুর হাইড্রলিক হর্ণ

হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণ করায় কয়েকটি যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদফতর শেরপুর।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জেলা শহরের গৌরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় গাড়ির শব্দ দূষণ রোধে ৬ জনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। আর জব্দ করা হয় ১১টি হর্ন।

পরিবেশ অধিদফতর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস এসব তথ্য জানিয়েছেন।

সুশীল কুমার দাস বলেন, শব্দ দূষণের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। এর আগেও আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বেশ কিছু মামলাও দায়ের করেছি। আজ শেরপুর শহরের গৌরিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে জরিমানা ও হর্ন জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।

শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, জরিমানার আওতায় পড়া যান বাহনের বিরুদ্ধে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করে উচ্চমাত্রায় শব্দ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এর দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে ও শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ব্যবস্থা নেওয়া হয়।

এসময় অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক