1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
শেরপুরে পুকুরে ডুবে ৮৫ বছরের নারীর মৃত্যু
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৫ পূর্বাহ্ন

শেরপুরে পুকুরে ডুবে ৮৫ বছরের নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
Dead Body

শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে হাজেরা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার হাঁসধরা গ্রামে আব্দুল বাতেনের পুকুরে এ ঘটনা ঘটে। হাজেরা বেগম ওই গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাবদুল শেখের স্ত্রী। স্বামী শাবদুল শেখের মৃত্যুর পর থেকে স্ত্রী হাজেরা বেগম ওই বাড়িতে বসবাস করছিলেন।

স্বামী মৃত্যুশোকে হাজেরা বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। রবিবার ভোরে বাড়ি থেকে বের হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে গেলে বাড়ির পাশে আব্দুল বাতেনের পুকুরে তার লাশ ভাসতে দেখেন। এসময় আশপাশের লোকজন পুকুরের পানি থেকে তার লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে মৃতের মেয়ে স্বাধীনা বেগম ও রাশেদা বেগম জানান, প্রায় বিশ বছর আগে তার বাবা মারা যান। তারা দুই বোন। তার বাবার মৃত্যুর পর থেকেই মা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসআই রাশেদুল ইসলাম।

এসআই রাশেদুল বলেন, লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক