1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. mymensinghlive@gmail.com : mymensinghlive :
  3. kaiu.m.hrd@gmail.com : newsdesk10 :
  4. 33ewrwr@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
শেরপুরে তুচ্ছ ঘটনায় খুন!
বুধবার, ০৪ অগাস্ট ২০২১, ০২:৫৮ পূর্বাহ্ন

শেরপুরে তুচ্ছ ঘটনায় খুন!

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

শেরপুরে দুই প্রতিবেশীর মধ্যে তুচ্ছ ঘটনায় ঝগড়াকে কেন্দ্র করে একজন খুন হয়েছেন বলে জানা গেছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম বদন (৬৫)। বদন ওই এলাকার মৃত চিনু শেখের ছেলে।

Girl in a jacket

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বদনের সাথে প্রতিবেশী তোরমান ও জমসেদ আলী গংদের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছিল। ঘটনার একদিন আগে বদন বিরোধপূর্ণ সীমানায় কিছু গোবর জমিয়ে রাখে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এসময় ওই গোবর দুই পক্ষই একে অপরের বাড়িতে ছিটাতে থাকে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে দা-লাঠি নিয়ে শুরু হয় মারামারি। এতে গুরুতর আহত হন নাজিরুল ইসলাম বদন এবং তার ছেলে মোশারফ। পিতা-পুত্রকে হাসপাতালে নেয়ার পথে পিতা বদন মারা যায়।
এই ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সদর থানার নয়া ওসি মুনসুর আহম্মদ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক