1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন

শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
CNG

শেরপুরে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় পিতা-পুত্রসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার রাতে সদর উপজেলার মির্জাপুর এলাকার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নালিতাবাড়ীর তিনআনীর রাজনগর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে রফিক মিয়া (৪৫), তার ছেলে রাব্বি (১০)ও তিনআনীর জোবায়ের (৩৪)।

আহতরা হলেন- রাজনগরের মোহাম্মদ আলী (৪৫) ও অটোরিকশা চালক হাবিবুর রহমান (৩৫), তিনআনীর সুভাষ পালের ছেলে শুভ (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিএনজিটি শেরপুর শহরের খোয়ারপাড় সিএনজি স্টেশন থেকে নিজ বাড়ি তিনআনীতে ফিরছিলেন যাত্রীরা। এরপর মির্জাপুর-তাতালপুর এলাকায় গেলে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত অবস্থায় পাঁচজনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দুইজন মারা যায়। বর্তমানে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক