1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. kaiu.m.hrd@gmail.com : newsdesk10 :
  3. 33ewrwr@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
শিরিনকে ইসরাইলি বন্দুকধারী হত্যা করেছে: ওয়াশিংটন পোস্ট
শনিবার, ২৫ জুন ২০২২, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরিনকে ইসরাইলি বন্দুকধারী হত্যা করেছে: ওয়াশিংটন পোস্ট

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
Shirin

ফিলিস্তিনে কর্মরত আলজাজিরার সিনিয়র সাংবাদিক শিরিন আবু আকলেহকে ইসরাইলের এক বন্দুকধারী গুলি করে হত্যা করেছে বলে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট তাদের নিজস্ব তদন্ত প্রতিবেদনে বলেছে।

ওয়াশিংটন পোস্ট রোববার তাদের এই প্রতিবেদন প্রকাশ করেছে। বহুসংখ্যক প্রত্যক্ষদর্শীর বর্ণনা, বিভিন্ন রকমের ভিডিও পর্যালোচনা, বন্দুকের গুলির শব্দের নানা আঙ্গিকে বিশ্লেষণ এবং দুবার ঘটনাস্থল পরিদর্শন থেকে পাওয়া তথ্যচিত্রের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

Girl in a jacket

গত ১১ মে অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পের সামনে সাংবাদিক আবু আকলেহকে গুলি করে হত্যা করা হয়।

তার মাথায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।

ওয়াশিংটন পোস্টের এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবর্ষণের সময় একজন স্নাইপার শিরিনের কাছ থেকে ১৮৩ মিটার দূরে অবস্থান করছিলেন, যেখানে ইসরাইলের সেনারা একটি গাড়ি বহর মোতায়েন করেছিল।

এর আগে ইসরাইলের সামরিক বাহিনীর দাবি করেছে ফিলিস্তিনি বন্দুকধারীদের ছোড়া গুলিতে সাংবাদিক শিরিন নিহত হয়েছেন।

কিন্তু ওয়াশিংটন পোস্টের এই তদন্ত প্রতিবেদন বলছে, ইসরাইল তার দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থিত করতে পারেনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক