রোকেয়া হলের ব্যালট ছিনতাই : নূরকে দোষারোপ ছাত্রলীগের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণের সময় রোকেয়া হল থেকে পাওয়া ব্যালট পেপার কোটা সংষ্কার আন্দোলনের অন্যতম নেতা ও ডাকসুর ভিপি প্রার্থী নুরুল হক নুর ছিনতাই করেছেন বলে পাল্টা অভিযোগ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস প্রার্থী গোলাম রাব্বানী। এই ঘটনার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের স্বপ্ন ভঙ্গ করেছেন।

তাই তার নামে ইতোমধ্যে মামলা করা হয়ে থাকতে পারে বলেও জানান তিনি। সোমবার বিকেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

তিনি বলেন, ডাকসু নিয়ে সবার স্বপ্ন ছিলো। সবাই অনেক পরিশ্রম করেছেন। রোকেয়া হলে যে ব্যালট পেপার পাওয়া গেছে তা ফাঁকা ছিলো।

নুর নিজে সেখানে ছিল। সে নিজেও পরীক্ষা করে দেখেছে। তখন ধরা খাওয়ার ভয়ে সে আহত হওয়ার ভান ধরে। ল্যাবএইডের চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, নুর ডিহাইড্রেশনে ভুগছে। সে কারণে মাথা ঘুরে পড়ে গেছে। তার গায়ে কেউ নখের আঁচড়ও দেয়নি। এখন আহত হওয়ার নাটক করছে।

তিনি আরো বলেন, বিগত ১০ বছরে ক্যাম্পাসে কোনো গুলি চলেনি, ককটেল বিস্ফোরণ হয়নি, কোনো ক্লাশ সাসপেন্ড হয়নি। এই কারণে ছাত্রলীগের জনপ্রিয়তাকে ভয় পেয়ে রোববার রাতেই ছাত্র ইউনিয়নের লিটন নন্দী, কোটা আন্দোলনের নুর, ছাত্রদলের অনিক একজোট হয়ে ষড়যন্ত্র করেছে। আজ (সোমবার) তার মঞ্চায়ন করেছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top