ময়মনসিংহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্রেস্ট ফিডিং কর্নার চালু

ময়মনসিংহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা লিগ্যাল এইড অফিসের ব্যবস্থাপনায় ব্রেস্ট ফিডিং কর্নারের (মাতৃদুগ্ধ পান কক্ষ) উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার আদালতের ৫ম তলায় এ কর্নারের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।

এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোসা. রওশন আরা রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেন, লিগ্যাড এইড অফিসে প্রচুর পরিমাণ নারীরা আসেন। তাদের মধ্যে অনেকের শিশুদের নিয়ে বসা ও ব্রেস্ট ফিডিংয়ের প্রয়োজন পড়ে। কিন্তু নির্ধারিত কর্ণার না থাকার কারণে শিশুদের মায়েরা সময় মতো দুধ পান করাতে পারেন না। এতে করে শিশুর স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই এখন এই কর্নার স্থাপনের ফলে আগত মায়েদের কাছ থেকে তাদের শিশুরা মাতৃদুগ্ধ পান থেকে বঞ্চিত হবে না। সূত্র: যমুনা টিভি

Share this post

scroll to top