ময়মনসিংহে শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

শফিকুল  ইসলাম : বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির  উদ্যোগে ৪৯তম শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার (ক্রিকেট ছাত্র ও ছাত্রী)  পদ্ম অঞ্চল পর্যায়ের চূড়ান্ত ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ময়মনসিংহের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে স্বাগতিক ময়মনসিংহ বিভাগ বনাম ঢাকা বিভাগ এর মধ্যকার  ছাত্রদের ক্রিকেট ম্যাচটি সকাল ৯ টায় শুরু হয়। ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্ব করে ময়মনসিংহ সদর উপজেলার “হাজী উসমান আলী উচ্চ বিদ্যালয়” আর ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করে ফরিদপুরের নগরকান্দার এম,এন একাডেমী। তারপর নির্ধারিত ১৫ ওভার শেষে ঢাকা বিভাগ ৮ উইকেটে ৭৩ রান করতে সক্ষম হয়। ৭৪ রানের টার্গেট কে তাড়া করতে গিয়ে ৭ ওভার বাকি থাকতেই  ৯ উইকেটে ম্যাচটি জিতে নেয় স্বাগতিক ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগের হয়ে সর্বোচ্চ রান করেন ফাহিম। অপরদিকে একই মাঠে ছাত্রীদের আরেকটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচেও অংশগ্রহণ করে স্বাগতিক ময়মনসিংহ  বিভাগ ও ঢাকা বিভাগ। ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্ব করে ময়মনসিংহ সদরের মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।  নির্ধারিত ১০ ওভারে  ঢাকা বিভাগ ১০৯ রান করে জবাবে স্বাগতিক ময়মনসিংহ বিভাগ ৭০ রানে অলআউট হয়ে যায়। পদ্ম অঞ্চল ছেলেদের চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ বিভাগ। পদ্ম অঞ্চল মেয়েদের চ্যাম্পিয়ন হয় ঢাকা বিভাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি পদ্ম অঞ্চল এর সভাপতি প্রফেসর ড. গাজী হাসান কামাল। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরিদর্শিকা ও বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি পদ্ম অঞ্চল এর সাধারণ সম্পাদক রওশন আরা খান। এছাড়াও শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, জাতীয় পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে ১৭-২২ জানুয়ারী কুমিল্লাতে।

Share this post

scroll to top