ময়মনসিংহে নতুন ২০ জনের দেহে করোনা শনাক্ত

Corona-Mymensingh-Update

ময়মনসিংহ জেলার ৪জনসহ  বিভাগে মোট ২০জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শ‌নিবার (০২মে) ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনার পরীক্ষার মধ্যে ২০ টি নমুনায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চি‌কিৎসক, ২জন সে‌বিকা ও ১ জন স্টাফসহ ময়মনসিংহ জেলার ৪জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়াও  জামালপুরে ০৭ জন ( সদরে ৩জন, ইসলামপুরে ৩ জন, দেওয়াগঞ্জে ১ জন) এবং নেত্রকোনা জেলায় ০৯ জন ( পূর্বধলা হাসপাতা‌লের ১ জন চি‌কিসক সহ ৫ জন, আটপাড়া ৩ জন, কলমাকান্দা ১ জন ) আক্রান্ত।

এদিকে ০২ মে (শনিবার) দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৮ হাজার ৭৯০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৭ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫ জন। সুস্থ হয়েছেন ৩ জন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

Share this post

scroll to top