ময়মনসিংহে তুলার গোডাউনে আগুন

ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি এলাকায় তুলার গোডাউনে বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আকসা রোটর স্পিনিং মিলের গোডাউনে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে ভালুকা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনের মালিক মহিউদ্দিন জানান, আমরা চারজন মিলে হাজী শহিদুল ইসলামের কাছ থেকে এ জমিটি ভাড়া নিই স্পিনিং মিল করার জন্য। তুলা থেকে সুতা তৈরি করার জন্য আমরা গোডাউনে তুলা মজুদ করছিলাম। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রোমেন শর্মা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top