1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. mymensinghlive@gmail.com : mymensinghlive :
  3. kaiu.m.hrd@gmail.com : newsdesk10 :
  4. 33ewrwr@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ময়মনসিংহে অটোরিকশা ছিনতাই চক্রের ৭ সদস্য আটক
শনিবার, ২৭ নভেম্বর ২০২১, ০২:৩৭ অপরাহ্ন

ময়মনসিংহে অটোরিকশা ছিনতাই চক্রের ৭ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
অটোরিক্সা চুরি ও ছিনতাই

ময়মনসিংহে অটোরিকশা ছিনতাই চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার অষ্টধার কুঠুরাকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি প্রাইভেটকার, ৬টি মোবাইলফোন ও প্রায় ১০ হাজার টাকা জব্দ করা হয়।

Girl in a jacket

আটকরা হলেন- জেলার সদর উপজেলার মো. ফজলুল হকের ছেলে মো. সুমন (১৯), নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (১৯), নান্দাইলের চিকন আলীর ছেলে ছায়েদ আলী (২০), ফুলবাড়িয়ার মৃত আব্দুল কাদেরের ছেলে জাহিদুল ইসলাম ওরফে ফজলু (৩০), জামালপুর জেলার মৃত জামাল উদ্দিনের ছেলে মো. বাবু হোসেন (১৯), কিশোরগঞ্জ জেলার মতি বাবুর ছেলে শ্রী জনি বাবু গৌড় (২৪), জয়পুরহাট জেলার মৃত শামসুল আলমের ছেলে রাকিব হাসান (২০)।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে র‌্যাব-১৪-এর পুলিশ সুপার মাসুরা বেগম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাই চক্রের সদস্যরা উপজেলার অষ্টধার কুঠুরাকান্দা এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, ছিনতাই চক্রের ওই সাত সদস্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি ও ছিনতাই করে ময়মনসিংহে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক