মেট্রোরেল এর সম্পূর্ণ অংশ উদ্বোধনের পর ভিড় সামলে দাঁড়িয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌছালেন জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. মনির উদ্দিন। রোববার(০৫ নভেম্বর) রাজধানী ঢাকার ফার্মগেইট হতে সচিবালয় পর্যন্ত সাধারণ যাত্রীর কাতারে দাঁড়িয়ে মেট্রোরেলের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পৌছান।
মেট্রোরেল যাত্রার অভিজ্ঞতা জানিয়ে সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. মনির উদ্দিন বলেন, আওয়ামী সরকারের আমলে সারাদেশের যে উন্নয়ন হয়েছে মেট্রোরেল হলো আরেকটি মাইলফলক অর্জন। আমরা অনেক কিছুই দেখেনি, যা শেখ হাসিনা তার উন্নয়নের মাধ্যমে এই দেশের মানুষকে দেখিয়ে গেলেন। এই অর্জন শুধু মাত্র শেখ হাসিনার একার নয়, এই অর্জন পুরো দেশবাসীর। দেশের মানুষ আজ শেখ হাসিনার পাশে ছিল বলেই আজ আমরা পদ্মাসেতু, মেট্রোরেল এর মতো উন্নয়ন নিজ চোখে দেখতে পারছি।