1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
মুক্তাগাছায় ১৪৪ ধারা জারি
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৪১ অপরাহ্ন

মুক্তাগাছায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
মুক্তাগাছা ১৪৪ ধারা- নারী পুলিশ

ময়মনসিংহের মুক্তাগাছায় যুবলীগ কর্মী আসাদুজ্জামান আসাদ হত্যার ঘটনায় উত্তেজনা পরিস্থিতি মোকাবিলা করতে পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মুক্তাগাছা পৌর এলাকায় ১৪৪ ধারা বলবত থাকবে বলে জানিয়েছেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান। ইতোমধ্যে শহরে সব ধরণের মিছিল-মিটিং নিষিদ্ধ করে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। তবে, যুবলীগ নেতা হত্যার ঘটনায় তিনজন আটক করা হয়েছে। এরপর আর কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে যুবলীগ কর্মী আসাদ হত্যার প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে সোমবার বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের নেতৃত্বে শহরের ঝাড়ু মিছিলের ঘোষণা দেয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের আটানী বাজারে একটি চায়ের দোকানে বসে যুবলীগ কর্মী আসাদুজ্জামান আসাদ কয়েজনকে সঙ্গে নিয়ে চা পান করছিলেন। সেখানে হামলার শিকার হয়ে নিহত হন আসাদ। এ ঘটনার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক