1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
মুক্তাগাছায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
শুক্রবার, ০১ মার্চ ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

মুক্তাগাছায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
Asad

ময়মনসিংহের মুক্তাগাছায় আসাদুজ্জামান আসাদ(৩২) নামের যুব লীগ কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আসাদ উপজেলার তারাটী পূর্বপাড়া গ্রামের শামসুল হকের ছেলে এবং প্রয়াত আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ নায়েবে ভাতিজা। নিহত আসাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ গ্রুপের যুবলীগের সক্রিয় কর্মী ছিল এসময় নাহিদ নামের আরেক যুবক আহত হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের আটানী বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে শহরের আটানী বাজারে একটি চায়ের দোকানে বসে আসাদ, নাহিদসহ কয়েকজন মিলে এক সাথে বসে চা পান করছিল। পৌনে ৯টার দিকে ১৫/২০জনের একদল যুবক নাইনিজ কুড়াল, রড, হকিস্টিকসহ অস্ত্রসস্ত্র নিয়ে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় তারা উপর্যুপুরি কুপিয়ে ও পিটিয়ে আসাদের দুই পা, হাত থেতলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ড্রেনের ওপর ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক