1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

ময়মনসিংহ লাইভ ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
fakrul

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবীর খান এসব তথ্য জানান।

এক মাস পর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত সোমবার মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা ফখরুল ও আব্বাসকে দেওয়া উচ্চ আদালতের জামিনের কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পরই তাঁরা মুক্তি পান।

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সামনে রেখে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরদিন ৮ ডিসেম্বর গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তাঁদের বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাঁদের ৭ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক