মা হয়েছে রাস্তার পাগলি : বাবা হলনা কেউ

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া শামলাপুরের শিলখালী এলাকায় রাস্তায় ঘোরাফেরা করে এমন এক মানসিক রোগী মা হয়েছেন। পাগলির সন্তান প্রসবের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।

শনিবার রাতে প্রসব বেদনা দেখে কর্তব্যরত এলাকার চৌকিদার শহিদ উল্লাহ টেকনাফ থানায় খবর দেন। এরপর থানা থেকে পাগল ও মানসিক রোগীদের নিয়ে কাজ করা মানবিক প্রতিষ্ঠান মারোতের সহযোগিতায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে (পাগলিকে) আসে। পরে টেকনাফ হাসপাতালের চিকিৎসক এবং কর্তব্যরত নার্সের সহযোগিতায় ডেলিভারি সম্পন্ন করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, মানসিক রোগী ও বাচ্চা বর্তমানে টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মা ও মেয়ে সুস্থ আছেন।

বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন বলেন, শিলখালী বাজারে সবসময় ঘোরাঘুরি করতো এক মানসিক রোগী। এর মধ্যে সে গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিয়েছে বলে শুনেছি। তবে যারা এ অমানবিক কাজ করেছে তারা মানবতার শত্রু।

Share this post

scroll to top