মায়ের অসুস্থতার কারণে বর্তমানে ময়মনসিংহে অবস্থান করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেই তার অসুস্থ মাকে দেখভাল করছেন তিনি। যেকারণে গত দু’দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনে অনুপস্থিত ছিলেন রিয়াদ।
জানা যায়, বিশ্বকাপের বিকল্প মাথায় রেখে ৯ জন ক্রিকেটারকে নিয়ে আলাদা ক্যাম্প করছে বিসিবি। এই ৯ জনের মধ্যে সৌম্য সরকার ও তামিম ইকবাল যেমন আছেন, তেমনি মাহমুদউল্লাহ রিয়াদও। যেকারণে গত দু’দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অন্যরা অনুশীলনে থাকলেও মাহমুদউল্লাহ রিয়াদ উপস্থিত ছিলেন না।